মহামারী কোভিড-১৯ করোনা সংক্রামন ঠেকাতে সারাদেশসহ বান্দরবানে ২য় দফা লকডাউন জারি করা হয়েছে।
গণ বিজ্ঞপ্তি জানানো হয় চিকিৎসা ওষুধ দোকান, মুদি দোকান ও নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অনান্য সকল ব্যবসায়ী প্রতিষ্টান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এই দিকে দুরপাল্লা গণপরিবহনগুলো সকাল হতে ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি যাওয়া বন্ধ রয়েছে।
এমনকি সকল টিকেট কাউন্টার তালাবদ্ধ দেখা গেছে। সকাল হতে প্রয়োজন ছাড়া ঘরে বাইরে তেমন কাউকে দেখা যায়নি।
তবে এলাকা ও মহল্লায় গুলো লকডাউনে কারনে স্থবিরতা দেখা যায়। এক এলাকায় হতে অন্য এলাকায় মানুষ প্রবেশ পথ আটকে রেখেছে গ্রামবাসীরা।
এই দিকে গত ৩১ মার্চ বান্দরবান জেলা প্রশাসকে গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় সকল পর্যটককেন্দ্র ১৪ দিন ও সেই সাথে হোটেলগুলো বন্ধের রাখার নির্দেশ দেন।
এইদিকে লকডাউন কার্যকর করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেতৃত্বের চারটি ভ্রাম্যমান আদালতে টিম জেলা সদরে বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে ও পাশাপাশি পুলিশ টহল অব্যহত রয়েছে।
আরও পড়ুনঃ ” বকশীগঞ্জ পল্লীবিদুৎ অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের আবদার মেটাতে সাধারণ গ্রাহক দিশেহারা “