জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে ঘুগরাকান্দি দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ ও লোকমান হোসেন নামে এক সেনাসদস্য আটক ।
জানাগেছে , মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামের আবদুল গণির ছেলে লোকমান হোসেন (৩২) ছুটিতে এসে নিজ বাড়ির ভিটা উচুঁকরণের জন্য বাড়ির পাশে দশানী নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন ।
ড্রেজার দিয়ে অবধৈভাবে বালু উত্তোলনের খবর পেয়ে গতকাল বিকালে বালু উত্তোলন বন্ধের জন্য পুলিশ ফোর্স নিয়ে ছুটে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে অবধৈ ড্রেজার মেশিন জব্দ ও লোকমান হোসেনকে আটক করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি লোকমান হোসেন স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অপরাধ ও ১৫ ধারায় লোকমান হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। কিন্তু লোকমান হোসেন ভ্রাম্যমাণ আদালতের অর্থ দন্ডাদেশ অমান্য করেন এবং দোষ স্বীকারপত্রে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস বকশীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলামকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন এবং আটককৃত লোকমান হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় অমান্য করায় লোকমান হোসেনকে অভিযুক্ত করে বকশীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মোক্তারুজ্জামান আইন অনুযায়ী লোকমানকে আজ মিলিটারি পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে জনসচেতনতা ও লিফলেট বিতরণ