জামালপুরে ইসলামপুরে সরকারি অফিস ও ব্যাংক প্রধানদের মাঝে অসমাপ্ত আতœজীবনী এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতিচ্ছবি বই বিতরন করা হয়েছে ।
বুধবার সকালে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি ।
প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি তার বক্তৃতায় বলেন আওয়ামীলীগের শাসনামলে দেশ সব সূচকে এগিয়েছে । মানুষের গড় আয়ু,গড় আয়,টাকার মূল্যমান বৃদ্ধি পেয়েছে,মাতৃ মৃত্যহার,শিশু মৃত্যুহার কমেছে ।
তিনি বলেন ইসলামপুরে রাস্তাঘাট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে । এই সরকারের আমলেইজামালপুরের দেওয়ানগঞ্জ থেকে বালাসীঘাট পর্যন্ত যমুনা নদীতে টানেল নির্মানের কাজ শুরু হবে বলেও তিনি জানান ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম তাহের,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ছানোয়ার হোসেন,সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ রুকনুজ্জুমান খান,ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস,প্রভাষক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী,ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী ও সোনালী ব্যাংক ইসলামপুর শাখার ব্যবস্থাপক কৃষিবিদ রবিউল ইসলাম বক্তব্য রাখেন ।
পরে প্রতিমন্ত্রী বিভিন্ন দপ্তর প্রধানদের মাঝে শতাধিক বই বিতরন করেন ।
এছাড়াও একই দিনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ধর্ম প্রতিমন্ত্রী’র ঐচ্ছিক তহবিল হতে অনুদান প্রদান করা হয়।
আরও পড়ুনঃ ডিমলায় ভুয়া সিআইডি কর্মকর্তা পুলিশের কাছে গ্রেপ্তার