স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২১ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ
অদ্য শুক্রবার (২৬ মার্চ ২০২১ খ্রি.) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুরের কমান্ডেন্ট) জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব স্নেহাশীষ কুমার দাস, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া, অপরাধ শাখার পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ রেজাউল হক, ট্রাফিক পুলিশ পরিদর্শক (সদর) জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।