ভারতের আদালতে কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে রিট করার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়া পৌরসভা জামায়াতের বিক্ষোভ। উত্তাল হয়ে উঠছে মুসলিম জাহান।
মঙ্গলবার (১৬মার্চ) সকাল ৯টার দিকে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখা।
পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের নেতৃত্বে মিছিলটি চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। তিনি সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালীসহ জামায়াত-শিবির নেতৃবৃন্দ। মিছিলটিতে স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের কুরআনপ্রেমিক জনসাধারণের অংশগ্রহণের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।