জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের ইন্তেকালে শোকবার্তা দিয়েছে প্রশাসন।
আজ ৬ মার্চ বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা শোকবার্তা দিয়েছেন।
শোকবার্তায় সৈয়দ আশরাফুজ্জামানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
এছাড়াও বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে।
সৈয়দ আশরাফুজ্জামান দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগভোগে আক্রান্ত ছিলেন।
গত ৫ মার্চ রাত সোয়া ১০টায় ঢাকায় স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফুজ্জামান শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহী….রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৬ মার্চ বাদ যোহর মরহুমের নিজবাড়ি মেলান্দহ উপজেলার মরিয়মপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।