আজ ৭ মার্চ ২০২১ প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ১৩৮, জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ মহোদয়।
এসময় মাননীয় সংসদ সদস্য ভার্চুয়ালি উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন ও উপস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুন মুন জাহান লিজা, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ।