মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বকশীগঞ্জ উপজেলা কর্তৃক প্রভাত ফেরীর আয়োজন করা হয়।
উক্ত প্রভাত ফেরীর নেতৃত্ব দেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর এর সমাজসেবা সম্পাদক এমদাদুল হক ।
গতকাল রবিবার সকাল ৭ ঘটিকায় বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র আলিম মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।
প্রভাত ফেরী শেষে সংক্ষিপ্ত ভাবে এমদাদুল হক বলেন, ৫২ এর ভাষা আন্দোলন আমাদেরকে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করতে শিখিয়েছে, শিখিয়েছে অধিকার আদায়ে প্রয়োজন জীবন উৎসর্গ করা।
তিনি আরো বলেন, ভাষা শহীদেরা আমাদেরকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তির যে সপ্ন দেখিয়েছিলো বাস্তবে ৭০ বছরেও তা পূরণ হয় নাই। তরুণ প্রজন্মের মাধ্যমেই সেই সপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বকশিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও প্রভাত ফেরী।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক বুলবুল, উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবসহ সতাধিক নেতাকর্মী।
আরও পড়ুনঃ চর নিলক্ষীয়া ইউপি’তে সাংবাদিক ও নেতাদের ম্যানেজের নামে প্রায় দুই লাখ টাকা আত্মসাৎ!