নিজস্ব প্রতিনিধি
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজারের বিরুদ্ধে কাজ না করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের মধ্যে উপজেলার গাজীরপাড়া গ্রামের সুজন গাজীর বোনের একটি মামলার আপোষ মিমাংসার বিষয়ে কাল ক্ষেপন করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী কয়েক দফায় টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।
বিষয়টি ভুক্তভোগী সুজন গাজী তার প্রমান মোবাইলে ধারণ করে একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেছে।
এই নিয়ে সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তীর মতামত জানতে চাইলে তিনি জানান, স্ট্যাম্প বাবদ ৫শ ও জামালপুর যাতায়াতের জন্য ২শ টাকা নিয়েছি।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ত্রিশালে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্র বিতরণ,