সারাদেশের ন্যায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন এবং শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ১২.০১মিনিটে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, দৈনিক লাল সবুজের ১১নং সেক্টর অব বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সবুজ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি ও দুর্জয় বাংলার সহকারী বার্তা সম্পাদক সাংবাদিক আফজাল শরীফ, তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং দৈনিক গণমুক্তির বকশীগঞ্জ প্রতিনিধি ও সেবা হট নিউজের পরিচালক এস এম আশরাফুল আজম, ময়মন সিংহ প্রতিদিন এর বকশীগঞ্জ প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম তালুকদার, দৈনিক ডেসটিনির বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ নূরুজ্জামান, দৈনিক ডেল্টা টাইমস ও সোনালী টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ফিরোজ আল মুজাহিদ বাবু, দৈনিক চৌকস এর জেলা প্রতিনিধি সরকার মোঃ আক্তার হোসেন প্রমুখ।
আরও পড়ুনঃ করোনা মোকাবেলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান