জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা,ও পুরস্কার বিতরণ এবং শহিদদের আত্মায় মাগফেরাত কামনায় কে,ইউ, কলেজ মসজিদে দোয়ার আয়োজন ।
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ নুরুল ইসলাম আব্দুল্লাহ।
মাতৃ ভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আশরাফ হোসাইনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্ত্যব রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,এতে মুখ্য আলোচক হিসাবে বক্ত্যব রাখেন প্রভাষক জ্যাক পারভেজ রোজারিও ।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি?…..সাংবাদিক ফজলুর রহমান