পাকিস্তানের পূর্ব কোণে
বঙ্গ বঙ্গ শব্দ সুরে,
হন্য পণ্য গন্য না হয়
বঙ্গ ভঙ্গ রদ করে।
বাংলা ভাষার সম্মেলন
বায়ান্নর ঐ আন্দোলন,
বাংলা ভাষার মুক্তি পাক পুবের সূর্য
ঐক্যের ডাক প্রতিফলন।
রব উঠেছে ডাক এসেছে
বাংলা ভাষার আন্দোলন,
পূর্ব বাংলার ইঞ্চি মাটি
করলো তাঁরা সম্মেলন।
শব্দ সুরে ছন্দ গড়ে মোদের গর্ব
মোদের আশা আ’মরি বাংলা ভাষা,
মায়ের ভাষা মুখের বুলি দারুন শেখায়
শব্দ গুলি বর্ণ লেখক চাষা।
বর্ণ যোগে শব্দ চেনা
অ-ম-র বাংলা ভাষা,
এই ভাষাতে যাদু আঁকা
রক্তে শহীদ মাখা।
একুশে ফেব্রুয়ারী আটই ফাল্গুন
বাংলা ভাষার হল স্বাধীন পূর্ব বাংলা,
বাংলা ভাষায় শহীদ হলেন সালাম-
বরকত-রফিক-শফিক-জব্বার আর যারা।
বাংলা ভাষার রক্ত ঝরে
শহীদ করে স্বাধীন গড়ে,
বাংলা ভাষায় যুদ্ধ করে
পরাধীনতার স্বাধীন করে।
ইতিহাসে জলন্ত প্রমাণ করে
বিশ্বের বুকে দেশভাষাতে যুদ্ধ করে,
বাংলা ভাষা মধুর সুরে সংগ্রাম করে
একাত্তরে বাংলাদেশ স্বাধীন করে।
পাকিস্তানের পরাজয় পৃথিবীর
বুকে বাংলাদেশের বিজয়,
বাংলা ভাষার বিজয়ে রক্তাক্ত
চেতনা আর প্রেরণার দুর্জয়।
লেখকের ঠিকানাঃ ঢাকাস্থ বরিশাল
হিজলা উপজেলা।