জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ালীগে অন্যতম সদস্য ও জেলা আওয়ালীগে শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মরহুম আবুল কালাম আজাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান সিনিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল ইমরান হাসান আনছারি।
আজ ২০ ফেব্রুয়ারি শনিবার সকালে প্রবিণ সাংবাদিক আশরাফুল হায়দায়ের মায়ের জানাযা শেষে নামা পাড়া ঈদগাহ মাঠের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে এসে তিনি বলেন আমার মামার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলি আমি সমাপ্ত করতে চাই এসব কাজের সার্বিক সহযোগী করতে চান কেন্দ্রিয় মহিলা আওয়ালীগে অন্যতম সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ালীগে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ালীগে সংগঠনিক সম্পাদক শিউলি, নামাপাড়া নূরে মদিনা ঈদগাহ মাঠের সাংগঠনিক সম্পাদক মুর্তজা, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন সপ্বন মন্ডল , কোষাধ্যক্ষ মানিক মন্ডল যুবলীগ নেতা সুজন মন্ডল , সদস্য হারুনর রশিদ প্রমূখ ।
আরও পড়ুনঃ জামালপুরে ইউপি সচিবের বিরুদ্ধে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ