কুড়িগ্রামে পলাশবাড়ি কবিরাজ পাড়া জমির দখল প্রসঙ্গে আমার বসত বাড়ির সীমানার বেড়া চেকার সম্পূর্ন রুপে ভাঙচুর করিয়া চলে যায়।
প্রতিপক্ষের হামলার শিকার একটি পরিবার মোছাঃ রুবিনা বেগম(৪০) আমি মোঃ আবুল মালেক সরকার।
কুড়িগ্রাম সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা গ্রহন করে যার রেজি নংঃ ৬৪৫৩/১২৮ ১৪/০২/২০২১ ইং কুড়িগ্রাম সদর থানয় একটি অভিযোগ দায়ের করেন ও সুষ্ঠ বিচার চান
কুড়িগ্রামে বসতবাড়ি জোড়পূর্বক জবরদখল প্রতিপক্ষের হামলার শিকার হন মোছাঃ রুবিনা বেগম।
আরও পড়ুনঃ মরহুম আবুল কালাম আজাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান সিনিল গ্রুপের পরিচালক আল ইমরান হাসান আনছারি