জামালপুরের বকশীগঞ্জে রাত নয়টার দিকে শ্রীবরদী উপজেলার খঞ্চেপাড়া বাজার থেকে বকশীগঞ্জে আসার পথে একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পরে গাড়ির চালক নিহত হয়েছে অন্য যাত্রী আহত হয়েছে।
জানা যায়, বুধবার রাত ৯ টায় নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামের আজাহারের ছেলে ইজি অটো চালক নূর আলম, একই ইউনিয়নের বিনোদরচর গ্রামের ভাটিয়াপাড়া এলাকার আবুল কালামের ছেলে তাজুসহ আরও তিনজন পাহাড়ি এলাকা হতে ব্যাটারি চালিত ইজি অটো গাড়িতে আসার পথে কাটাখালী খোশালপুর রোডে অটোটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার সাইটে গর্তে ছিটকে পড়লে ঘটনাস্থলেই ইজি অটো চালক নূর আলম মারা যায় এবং তাজু গুরুত্বর আহত হয়।
বাকী অপরজনের অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্র্রাট জানান, দুর্ঘটনাস্থল অন্য থানাধীন হওয়ায় তার নিকট সঠিক কোন তথ্য পাওয়া যাইনি।
আরও পড়ুনঃ বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুর টিকা গ্রহণ