দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ১০ জন মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০ জন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ আয়েশা সিদ্দীকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ মাহমুদুল আলম।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইরতিজা হাসান, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য সাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক জনাব মাহমুদুল আলম বলেন, “সমতালের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় স্কুল পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং ১০ জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি।
আরও পড়ুনঃ লামা ৩নং ফাঁসিয়াখালীতে গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন এগিয়ে যাবে রাবার শিল্প