ময়মনসিংহে ওএমএস’ এর চাল চুরির অভিযোগে চর নিলক্ষিয়া ইউনিয়নের এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ , স্থানীয় ডিলার ও পাচারকারীর বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর/২০ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
পুলিশের মতে আসামীদ্বয় পলাতক বলা হলেও উভয়েই এলাকায় প্রকাশ্যে ধাবরিয়ে বেড়াচ্ছে। জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ দীর্ঘ ৭ মাস তদন্ত করে ৩ জনের বিরুদ্ধে ১৫ নভেম্বর/২০ ইং ১০২৮ নং চার্জসীট প্রদান করেন। গ্রেফতারি পরোয়ানা এড়াতে পলাতকদ্বয় স্থানীয় কতিথ পুলিশের সোর্সকে প্রতিমাসে ৬ হাজার টাকা দিচ্ছে বলে গুঞ্জন রয়েছে।
অপর দিকে পুলিশের আরেক কতিথ সোর্স সাহেব কাচারী বাজাওে পুলিশের নামে প্রতি কাফেলা থেকে ৩’শ করে টাকা নিচ্ছে। প্রতি শুক্রবারে মাঝার ভক্ত লোকরে অংশ গ্রহনে ৬টি স্থানে মাইক লাগিয়ে বাউল গান পরিবেশন হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সরকারি চাল চুরির এ মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত মেম্বার হানিফ উদ্দিন সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের মেম্বার ও আর শহিদুল ইসলাম স্থানীয় ডিলার। মামলা হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুজনই পলাতক। এদিকে এ চাল চুরির সময় হাতে নাতে গ্রেপ্তার পশর আলীকে পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়। পশর আলী ময়মনসিংহ সদরের চর পুলিয়ামারী ব্যাপারি পাড়ার জুলহাস উদ্দিনের ছেলে।
মামলার বাদী ছিলেন এস আই শামীম আল মামুন। মামলার তদন্তকারী অফিসার ছিলেন এস আই মনিরুজ্জামান। একাধিকবার অভিযান চালিয়েও মামলার তদন্তকারী অফিসার পলাতকদ্বয়কে গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসী জানায় পলাতকদ্বয় স্থানীয় ভাবে তাদের নিত্যদিনের কাজকর্ম বীরদর্পে চালিয়ে যাচ্ছে। ইউপি পরিষদে তাদের নিয়মিত আসা-যাওয়া রয়েছে। স্থানীয় ইউপি পরিষদ সুত্র, এর সত্যতা স্বীকার করেছেন। অনেক রেজুলেশনে মেম্বার স্বাক্ষর করেছেন।
মামলার তদন্তকারী অফিসার এস আই মনিরুজ্জামান মামলাটি দীর্ঘ ৭ মাস তদন্ত করেন। ১৪ জন স্বাক্ষীর স¦াক্ষ্য গ্রহন করেন। পুলিশের উর্ধতন কর্মকর্তা মামলাটি সুপারভেশন করেন। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলায় অভিযোক্ত ৩ জনের বিরুদ্ধে চার্জসীট প্রদান করেন।
গত ১৫ নভেম্বর/২০২০ দাখিল করা চার্জসীটে, চার্জসীট ভুক্ত চরনিলক্ষীয়ার ইউপি সদস্য হানিফ উদ্দীন সরকার ও স্থানীয় ডিলার শহিদুল ইসলাম পলাতক রয়েছে বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুনঃ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ দেলোয়ার হোসেন