জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে ৩৮ তম বিসিএস ( সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পূর্বাহ্নে যোগদানের পর দুপুরে কলেজের শিক্ষক পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষক পরিষদ কর্তৃক এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ নুরুল ইসলাম আব্দুল্লাহ।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মিন্টু চন্দ্র দে- এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে ফুল, শুভেচ্ছা স্মারক এবং উপহার দিয়ে নবীন কর্মকর্তাদের বরণ করা হয়।
৩৮তম বিসিএস এর মাধ্যমে সদ্য যোগদানকৃত শিক্ষক-কর্মকর্তারা হলেন- সাইফুল ইসলাম (প্রভাষক, ইংরেজি), অন্তিক সরকার ( প্রভাষক, দর্শন), মোঃ শামীম হোসাইন (প্রভাষক, আরবী ও ইসলামী শিক্ষা ), সামিয়া সুলতানা সুধা (প্রভাষক, হিসাববিজ্ঞান), মোঃ নয়ন মিয়া (প্রভাষক, ব্যবস্থাপনা) এবং মোঃ ওয়াহিদুজ্জান জাহিদ( প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।
উল্লেখ্য, এই প্রথম অত্র কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আরবী ও ইসলামী শিক্ষা বিষয়ে শিক্ষক-কর্মকর্তা পদায়ন হলো।
নতুন ছয়জন শিক্ষক-কর্মকর্তার যোগদানের মাধ্যমে কলেজের শিক্ষক সংকট লাঘব হলো এবং এর মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে বলে মনে করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ নূরুল ইসলাম আব্দুল্লাহ।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে হাত রাঙ্গিয়ে,ঘুড়ি উড়িয়ে বরণ ১৪ই ফেব্রুয়ারি