জামালপুরের বকশীগঞ্জে সরকারি কিয়ামত উল্লাহ কলেজে ৬ তলা বিশিষ্ট একাডেমি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে ।
১৪ ফেব্রুয়ারি রবিবার ৬ তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপনে ভিডিও কানেকশন এর মাধ্যমে ঢাকা থেকে শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ (এমপি) ।
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল ইসলাম আব্দুল্লাহ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলম, বকশীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইন্জিনিয়ার নূরুল আমিন ফোরকান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন প্রমূখ ।
নির্মানাধীন একাডেমিক ভবনের ব্যয় ৬ কোটি ২৫ লক্ষ ৯৩ হাজার ১শত ৭১টাকা কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইহা ইন্জিনিয়ার লোমান শরীফ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনাা করেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের প্রভাষক মমিনুল ইসলাম।