রবিবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং বসন্তের এই দিনে হাত রাঙাই মেহেদীর রঙে’ এই প্রতিপাদ্য নিয়ে বসন্ত উৎসব উদযাপন করেছেন চিরিরবন্দরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহেদী ও ঘুড়ি উৎসবের আয়োজন করে চিরিরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কমিটি।
বিদ্যালয় মাঠ সংলগ্নে প্রথমবারের মতো ব্যতিক্রমী এই আয়োজন করে কমিটিটি। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুই পর্বে বিভক্ত এ উৎসবের প্রথম পর্বে মেহেদীর রঙে হাত রাঙাতে ভিড় জমান শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে বিদ্যালয়ের খেলার মাঠে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের দ্বিতীয় পর্ব।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে নিজেকে আত্মগোপন করেঃ অপহরণের নাটক মাঠকর্মী মামুনের