ফেনীর ফুলগাজী বার্তায় গত ০৭/০২/২০২১ইং তারিখে “ফতেপুর কবরস্হানের জায়গায় অবৈধ দখল”শিরোনামে একটি সংবাদ
প্রকাশিত হলে ৷
উক্ত সংবাদে কিছূ অবৈধ দখলধারীর নাম প্রকাশ করাতে সংবাদটি বাতিল করতে গত০৮/০২/২০২১ইং সন্ধ্যায় ৭টায় লোকজন নিয়ে “ফুলগাজী বার্তা”অফিসে এসে মানসিক ভাবে প্রেসার দেন ৷
সংবাদটি বাতিল না করলে দক্ষিন ফতেপুরের (মুক্তিযুদ্ধা পরিচয়ধারী) শাহাজান সাজু খন্দকার সাংবাদিক মহিউদ্দিন মহি কে হাত পাঁ বেধে জুলিয়ে মেরে গুম করে পেলার হুমকি দিয়ে যান জন সম্মুক্ষে ৷
এই খবরটি সবার মাঝে ছড়িয়ে পড়লে “ফেনী প্রেস ক্লাব”সহ ফুলগাজী থানার ডিউটি অফিসার এ এস আই ইকবাল কে অবগত করে পরদিন ফুলগাজী থানা ০৯/০২/২০২১ইং তারিখে ৪জনকে আসামী করে জি ডি করা হয়েছে ৷ যাহার জিডি নম্বর ৩৩১।
উক্ত মামলা তুলতে পূর্নরায় স্হানীয় লোকজন নিয়ে আসেন বিবাদীগন ৷ নিউজটি সমস্যা সামাধানের পর মামলা আপোষ করবে বলে জানান ফুলগাজী বার্তার সম্পাদক ৷
এই সংবাদটি বিষয়ে স্হানীয় মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের ভিপি নুরুল আমিন চেয়ারম্যান অবগত আছেন ৷
আরও পড়ুনঃ কুড়িগ্রামে বসত বাড়ি নির্মাণ করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার একটি পরিবার