করোনাভাইরাসের টিকা নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘মনে হলো একটা গুঁতো খেলাম। এ ছাড়া অন্য কিছু নয়।’
অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর আজ বুধবার সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এমন প্রতিক্রিয়া জানান। তিনি গতকাল মঙ্গলবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন বলে জানান সাংবাদিকদের।
টিকা নেওয়ার ছবি কোথায়, জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘টিকা নিয়েছি নিজের ছবি তোলার জন্য নয়; নিয়েছি জীবন রক্ষার জন্য। আমি দেখলাম, সবাই টিকা নিচ্ছে ছবি দেখানোর জন্য।’ টিকা নেওয়ার ছবি তুলে রেকর্ড রাখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘এটা সুখকর কোনো খবর নয়। অনেক মানুষ জীবন হারিয়েছেন। আমি বিষয়টাকে ব্যক্তিগতভাবে (সাবজেক্টিভ) নয়, গঠনমূলকভাবে দেখতে চাই।’
সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা আমার মাধ্যমে এই খবর পৌঁছে দেন যে টিকা নিলে নিজের জীবন বাঁচবে, অন্যদেরও বাঁচতে সহায়তা করা হবে।’
টিকা নেওয়ার মুহূর্তের অনুভূতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘মনে হলো একটা গুঁতো খেলাম। এ ছাড়া অন্য কিছু নয়। একটা ইনজেকশন নেওয়ার সময় যেমন লাগে, তেমনই লেগেছে।’
শৈশবের স্মৃতিচারণা করে মুস্তফা কামাল বলেন, ‘ছোটবেলায় অনেক টিকা নিয়েছি। জ্বর আসত, ব্যথা হতো। এবার তেমন কিছুই হয়নি। জ্বর আসেনি, ব্যথাও হয়নি। ভালো আছি। আপনারা সবাই টিকা নিন।’
অর্থমন্ত্রী এর আগে গত ২১ জানুয়ারি বলেছিলেন, ‘টিকা আসাটা ভালো খবর। আমি টিকা নেব। প্রয়োজনে সবার আগে টিকা নেব। আমার বয়স হয়েছে, টিকা নেওয়া দরকার। সরকার যেটা আনবে, সেই টিকাই নেব।’
অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালও টিকা নিয়েছেন। তবে অর্থমন্ত্রীর স্ত্রী কাশ্মীরি কামাল গতকাল পর্যন্ত টিকা নেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গতকাল মঙ্গলবার টিকা নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও। টিকা নেওয়ার পর মুহিত সাংবাদিকদের বলেন, ‘কিছু তো টেরই পেলাম না। আগে ইনজেকশন নেওয়ার সময় যে যাতনা হতো, এবার তা–ও হয়নি।’
একই দিন সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই এ কে এ মুবিন, এ এস এ মুইজ, বোন শাহলা খাতুন, শিপা হাফিজা, নাজিয়া খাতুন, রিও আজিজা, মুবিনের স্ত্রী লুলু মুবিন ও মুহিতের পুত্রবধূ মানতাশা আহমেদও টিকা নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ে করোনার টিকা নিয়েছেন এবং তাঁর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। সূত্রঃ প্রথম আলো
আরও পড়ুনঃ চিরিরবন্দর সহ সারাদেশের ১৭ উপজেলায় জমি রেজিস্ট্রী হবে অনলাইনে।