দিনাজপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার জাতীয় গ্রন্থাগার দিবস/২০২১.*”পড়ব বই গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” * মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস ‘২০২১ উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত “মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার” স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস ‘২০২১ উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী ফারহানা সুলতানা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছাঃ মাহবুবা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, যুব সমাজকে আলোকিত মানুষে পরিণত করতে ও মাদকের মরণ ছোবল থেকে রক্ষার নিমিত্তে গণগ্রন্থাগারে জ্ঞান চর্চার কোন বিকল্প নাই।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মীর্জা ওবায়দুর রহমান, সহ সভাপতি মোঃ ফজলুর রহমান, সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ দিনাজপুর জেলার সকল বেসরকারি গ্রন্থাগারের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
পরে শিশুদের কবিতা লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর; গ্রেপ্তার ৭