আমিনুল ইসলাম বাহার
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন পৌরসভার নির্বাচন ২০২১ ইং জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ পৌরসভায় মোট আটষট্রি জন প্রাথীর মনোনয়ন দাখিল হয় তার মধ্যে দলীয় মনোনয়ন প্রাপ্ত (দেওয়াগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসতিয়াক হোসেন দিদার সাহেবের সহধমির্ণী) মিসেস ফারিন হোসেন দিদার সাউথইস্ট ব্যাংক লিঃ ঢাকাস্থ কাউরান বাজার শাখা থেকে নিজ জামিন দাতা হয়ে M/S Electro International প্রতিষ্ঠানকে ঋণ পাইয়ে দেওয়ার জন্যে নিজের দলীয় মনোনয়ন হাড়ালেন।