সারাদেশের ন্যায় পঞ্চম ধাপের পৌর নির্বাচনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন।
মনোনয়নপত্র জমাকারীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিসেস ফারিন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, বর্তমান মেয়র শাহ নেওয়াজ শাহেন শাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ, বিএন পি মনোনিত প্রার্থী সাদেক নেওয়াজী টফি, ও দেওয়ান মোহাম্মদ বেলাল।
এছাড়াও পৌর কাউন্সিলর পদে ২২ জন এবং মহিলা পৌর কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সহকারি রিটার্নিং অফিসার বেলাল হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বধ্যপরিকর। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছে।
আরও পড়ুনঃ ফেনী ফুলগাজী উপজেলার নবাগত নির্বাহী অফিসার এর সাথে মাধ্যমিক প্রধান শিক্ষকদের শুভেচ্ছা বিনিময়