জামালপুরের বকশীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ২টি মর্টাশেল ১০ মাস পর বকশীগঞ্জ থানা সামনে বিস্ফোর ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়েছে।
৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ থানার কমপ্লেক্স এর সামনে থানা পুলিশের ডিএমপির ইন্সপেক্টর আজিজুল হক ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল মর্টারশেন ২টি নিস্ক্রিয় করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ১০ মাস পূর্বে বকশীগঞ্জ উপজেলার র্সূয্যনগর এলাকায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল ২টি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মর্টারশেল ২টি বকশীগঞ্জ থানার সংরক্ষনাগারে রাখা হয়েছিলো।
আরও পড়ুনঃ ইসলামপুরে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুল ছাত্র নিহত
দীর্ঘ ১০ মাস পর বিশেজ্ঞ টিমের উপস্থিতিতে মঙ্গলবার বিকালে বিস্ফোরণ ঘটিয়ে মর্টারশেল ২টি নিস্ক্রীয় করা হয়।
বিশ্বযুদ্ধের সময় বা ৭১ এর মুক্তিযুদ্ধের সময় যুদ্ধকাজে ব্যবহারের জন্য মর্টারশেল ২টি তৈরি করা হয়েছে বলে বিশেষজ্ঞ টিমের ধারণা ।
মর্টাশেল ২টি বিস্ফোরণ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ( ওসি) শফিকুল ইসলাম সম্রাট, (ওসি) তদন্ত আব্দুর রহিম, পুলিশের ডিএমপির ইন্সপেক্টর আজিজুল হক , থানার সেকেন্ড অফিসার রাজু আহম্মেদ, থানার উপ পরিদর্শক আবু শরিফ, উপ পরিদর্শক আকিকুল হক রানা, প্রমূখ।