জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আগামি কাল থেকে যত্ন প্রকল্পের টাকা বিতরণ শুরু হতে যাচ্ছে।
যারা যত্ন প্রকল্পের ভাতা উপকারভোগী তারা সকল ১০.৩০ মিনিটে বাড়ী থেকে সকলের খাওয়া শেষ করে ভাতা বিতরণের স্থানে যাবেন।
যারা ঢাকায় আছেন তাদের তাড়াহুড়া করে আসার প্রয়োজন নেই। কারণ এইবার টাকা না পেলেও দ্বিতীয় বারের সময় পুরো টাকা নিতে পারবেন। আপনাদের টাকা কেউ উঠাইতে পারবে না।
আর টাকা বিতরণের স্থানে যাবার আগে আপনাদের পোস্টাল ক্যাশ কার্ডটি ফটোকপি করে সঙ্গে নিয়ে যাবেন। কারণ যদি আপনার আঙ্গুলের ছাপ না মিলে তাহলে ফটোকপিটি অভিযোগের স্থানে জমা দিয়ে আসতে হবে। কারণ পরবর্ত্তী সময়ে যত্ন প্রকল্পের কর্মকর্তারা আপনাদের সাথে যোগাযোগ করবে।
আর আপনাদের আঙ্গুলের ছাপ যাদের মিলবে না তাদেরকে ওই ক্যাশ কার্ডের ফটোকপির মাধ্যমে শনাক্ত করে মোবাইলের মাধ্যমে পুনরায়
যোগাযোগ করে আঙ্গুলের ছাপ নিবে।