জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে ব্যাডমিন্টন ও মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০:০০টায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রিড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় জামালপুর জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার এর সার্বিক ব্যবস্থাপনায় সরকারী উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুর্ধ্ব ১৫ এর চারটি (৪)বালিকা দল এবং ছয়টি (৬) বালক দলের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ত্রিশ (৩০) জন খেলোয়ার নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়।।
উক্ত উদ্ধোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এবং সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা।বিশেষ অতিথি খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল বজলুর করিম শাহিন তালুকদার,উলফাতুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
পরে বিকালে ব্যাডন্টিন প্রতিযোগিতার বালিকা বিভাগের বিজয়ী দল উলফাতুন্নেছা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হাসিনা গাজি উচ্চ বিদ্যালয়, বালক বিভাগের চ্যাম্পিয়ন সরকারী ভোকেশনাল ইন্সটিউট এবং রানার্স আপ এন এম উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ক্রিড়া চর্চা অব্যাহত রাখার প্রয়াসে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিকট জেলা ক্রীড়া অফিসের পক্ষ হতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ব্যাডন্টিন প্রতিযোগিতা পরিচালনা করেন ধানুয়াকামালুপর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা)মোঃ শিশিরুল ইসলাম ও সরকারী উলফাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা) ফজলুল হক।
আরও পড়ুনঃ কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রার্থী কাজিউল ইসলাম বিজয়ী