আজ ৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে ময়মনসিংহ বিভাগের শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলাটি শেরপুর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা পুলিশ দল বনাম নেত্রকোনা জেলা পুলিশ দলের উক্ত ফাইলাল খেলায় উৎছুক জনতা ও ক্রিকেট প্রেমীদের নিয়ে উৎসব মূখর পরিবেশ ছিল শেরপুর পুলিশ লাইন মাঠ ও তার চারপাশের এলাকা।
কাজী আশরাফুল আজীম পিপিএম পুলিশ সুপার শেরপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার মো:হারুন অর রশিদ বিপিএম,ডিআইজি,ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুলাহ আল মাহমুদ কমান্ডেন্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুর,মো:বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)শেরপুর,মো:আমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেরপুর, মো:জাহাঙ্গীর আলম অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), মো:রফিকুল ইসলাম চেয়ারম্যান শেরপুর সদর উপজেলা পরিষদ, মো:ফখরুল মজিদ খোকন সহ-সভাপতি শেরপুর জেলা আওয়ামীলীগ, মো:রফিকুল ইসলাম আধার সাবেক সভাপতি শেরপুর প্রেসক্লাব, মো: শরিফুর রহমান সভাপতি ও মো:মেরাজ উদ্দিন সাধারণ সম্পাদক শেরপুর প্রেস ক্লাব,শেরপুরের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্ধ।
নির্ধারিত ১০ ওভার খেলা শেষে নেত্রকোনা জেলা পুলিশ দল ১৪১ রান সংরক্ষণ করে জবাবে শেরপুর জেলা পুলিশ দল ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংরক্ষণ করে ২৭ রানে নেত্রকোনা পুলিশ দল জয়ী হয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচরের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-সমাবেশ