এস এম হোসেন রানা, ইসলামপুর প্রতিনিধি (জামালপুর):
ইসলামপুরে নবনিযুক্ত ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি’র আগমনের লক্ষ্যে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গণসংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে।
আগামী শনিবার (৫ ডিসেম্বর) প্রতিমন্ত্রী দুলাল এমপি ইসলামপুরে আসবেন। এজন্য উপজেলা আওয়ামীলীগ এ সংবর্ধনার সকল প্রস্তুতি নিচ্ছে।
এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী সংস্থাসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সাজ-সজ্জা ও তোরণ নির্মাণসহ ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো পৌর শহর।সর্বস্তরের জনতার মাঝে বিরাজ করছে এক উৎসব মুখোর পরিবেশ।
ইসলামপুর বাসীর প্রিয় মুখ ও গণমানুষের জননন্দিত নেতা আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপিকে জননেত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী নিযুক্ত করায় ইসলামপুরবাসী গর্বিত ও আনন্দিত।
এজন্য ইসলামপুরবাসী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।