জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাথর বোঝাই ট্রাকে লুকিয়ে পাচার করার সময় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ৩ জনকে আটক করেছে র্র্যাব ।
শুক্রবার (২১আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলার লতিহাটি এলাকায় ট্রাকটি তল্লাশি চালিয়ে ফেন্সিডিল সহ তাদের আটক করে র্র্যাব-৫।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন,জয়পুরহাট জেলার কালাই উপজেলা মোলামগাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ভারুক(৩৫) একই গ্রামের ইন্দাজুল তালুক দারের ওবাইদুল তালুকদার (২২) এবং দিনাজপুর হাকিমপুর উপজেলার বাসুদেব গ্রামের মৃত মজের আলীর ছেলে মাহাবুব আলী সাঈদ( ৩৫ )
জয়পুরহাট র্র্যাব – ৫ ক্যাম্পের কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার এম,এম, মোহাইমেনুর রসিদ জানান আটক তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো-
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সকালে একটি পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিল ঢাকায় পাচার করেছিলো মাদক ব্যবসায়ীরা ।
পরে শুক্রবার সকালে অভিযান চালিয়ে( ৭২৫) বোতল ভারতীয় নিষিদ্ধ চোরা চালান ফেনসিডিল সহ ট্রাকটি জব্দ ও তাদের আটক করা হয় ।
ক্যাম্প কমান্ডার আরো জানান তিন মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে ফেন্সিডিল অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি রাজধানীর ঢাকাতে নিয়ে গিয়ে বিক্রি করতো । দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিলো। অবশেষে তারা ধরা পড়লো।