মহিউদ্দিন মহি, ফুলগাজী প্রতিনিধি ॥
গতকাল ২৩শে মে রোজ শনিবার সকাল ১১টায় বর্তমান করোনায় বাংলাদেশ সেনাবাহিনীর ময়নামতি ব্যাটিলিয়ান ফেনী জেলা জোনের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মাহবুর রহমানের নেতৃত্বেয় সিপাহী মাগুড়া জেলার উজ্জল,বগুড়ার জেলার রবি,রংপুরের রাজু ও জামালপুরের শামীম সহ ১২জন সিপাহী সদস্যের টিম অভিযান করেন ৷
ফুলগাজী পুরাতন মুন্সিরহাটের রেলওয়ের বস্তিতে গরিব অসহায় কয়েকটি পরিবার কে ঈদের ত্রান উপহার সামগ্রী দেন ৷ বাজারে উপস্হিত লোকজন কে মাকিং সচেতন করে জানান ,করোনা থেকে বাচুঁন নিজ বাড়ীতে নিরাপদে থাকুন ৷