নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারের দীর্ঘ ৪বছর যাবৎ একটি পাগল ছেলে অবস্থান করছিল সবাই তাকে ডিপজল নামে চিনে।
এই ডিপজল নাছিমা ডেকোরেটরের মালিক আসাদুল্লাহ বইশা কাছে লালন পালন হয় এবং তার ডেকোরেটরের মালামাল দেখাশোনা করে।
হঠাৎ করে তার বাবা-মা তার সন্ধান পেয়ে আসলে ডিপজলের ঠিকানা জানা যায়। ডিপজলের বাড়ী জামালপুর জেলার ইসলাপুর উপজেলা পোড়ারচর গ্রামে তার নাম বাবুল মিয়া। পরে নাছিমা ডেকোরেটরের মালিক আসাদুল্লাহ বইশার কাছ থেকে ডিপজলকে তাদের নিজ বাড়ীতে নিয়ে যায়।