অনলাইন ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের প্রক্রিয়া হিসেবে চারটি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যসহ সব মন্ত্রণালয় একযোগে কাজ করছে। মন্ত্রণালয়গুলোর কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী পরামর্শ দিচ্ছেন। তার (প্রধানমন্ত্রী) অফিস পরামর্শ দিচ্ছে। কেবিনেট থেকে পরামর্শ পাচ্ছি। সব জেলা থেকে হালনাগাদ তথ্য পাচ্ছি। কোন জেলায় কত রোগী, কতজনকে কোয়ারেন্টাইনে রাখা হল, কতজনকে আইসোলেশনে পাঠানো হলো, এ সংক্রান্ত সব তথ্য প্রতিদিনই পাচ্ছি। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য বিভাগের সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
সিনেমা হল ও স্কুল আগেই বন্ধ করা হয়েছে। এদিন স্বাস্থ্যমন্ত্রী চারটি নতুন নির্দেশনা দেন।
১. নির্দেশনাগুলো হল- ক্লাব সিনেমা,বার বন্ধ।
২. বড় আকারে এখন কোনো বিয়ের অনুষ্ঠান করা যাবে না।
৩. বাস, ট্রেন, লঞ্চে যাতে যাত্রীরা সীমিত আকারে চলাফেরা করে।
৪. যাদের জ্বর তারা যেন কোনো যানবাহনে ভ্রমণ না করে।