জাহাঙ্গীর তালুকদারঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বানিহালা সরকারী প্রাঃ বিদ্যালয়ে ভাষা সৈনিক এম শামছুল হক স্মৃতি সংসদ এর যৌথ উদ্দ্যােগে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়েছে।
গত মঙ্গবার (১৭ই মার্চ) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নে কেক কাটা,দোয়া ও মিলাদ মাহফিল সহ নানান কর্মসূচির মাধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ২নং বানিহালা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত,২নং বানিহালা ইউনিয়নে সাধারণ সম্পাদক- আব্দুল রব সরকার,
সাবেক সনামধন্য চেয়ারম্যান সুলতান হোসেন খন্দকার মাষ্টারের সুযোগ্য সন্তান- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন খন্দকার,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বানিহালা সরকারী প্রাঃ বিদ্যালয়ের সভাপতি বুলবুল আহমেদ,যুবলীগের সভাপতি নুরুজ্জামান বকুল,ইউপি সদস্য মোজ্জামেল,আব্দুল সাত্তার,আব্দুল কাদির,বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় কুমার সরকার সহ এলাকার গনম্যাণ ব্যাক্তিবর্গ ।